নিজস্ব সংবাদদাতা: কয়েকদিন আগেই বিজেপির ডাকে শুভেন্দুর উপস্থিতিতে 'চোর ধরো, জেল ভরো' কাঁথিতে সেখানে আজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে 'এজেন্সি নয়, চাকরি চাই' কর্মসূচি করা হয়।এদিন রাজ্য তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ রাজ্যের বিরোধীদল ও বিরোধী নেতাদের আক্রমণ করতে ছাড়েননি। তিনি বলেন, যাঁরা পঞ্চায়েত ভোটে বিজেপি প্রার্থী হতে চাইছেন তাঁদের কারও বাড়িতে আমি যেতে চাই। এক কাপ চা খেতে চাই। জানতে চাইব, তিনি কোন সুবিধাটা পাননি। তাহলে কেন বিজেপি বা অন্যদলের প্রাথী হবেন। বাকি সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তাঁর। মানুষের কাছে যেতে হবে। মাথানত করে তাঁদের অভিযোগ শুনতে হবে। সেটা আমাদের দায়িত্ব কর্তব্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের নেত্রী। ভুল হয়ে থাকতে তা শুধরে নিতে হবে।