ʼতারাʼর সন্ধানে সনাতন

author-image
Harmeet
New Update
ʼতারাʼর সন্ধানে সনাতন

নিজস্ব সংবাদদাতা: হাতে বাকি আর মাত্র ১০ দিন। আগামীকাল থেকেই পুজো উদ্বোধন শুরু করে দেবেন মুখ্যমন্ত্রী। 



এই সময় শেষ মূহুর্তের ব্যস্ততা দেখা যাচ্ছে পুজো মন্ডপগুলিতে। প্রসঙ্গত এবারে বকুলবাগান সর্বজনীনের থিম ʼ আকাশ ভরা সূর্য তারাʼ। 



পৃথিবীর সবথেকে দামী চিত্রকলাকে মন্ডপে ফুটিয়ে তোলা দায়িত্বে রয়েছেন শিল্পী সনাতন দিন্দা।