New Update
/anm-bengali/media/post_banners/lMkD43UJXe9p0ir8Jf94.jpg)
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রামঃ চরম সমস্যায় ঝাড়গ্রামবাসী। ট্রেন বন্ধ, সরকারি বাস বন্ধ। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। তার সাথে মরার উপর খাঁড়ার ঘা বৃষ্টি। সকাল থেকে মাঝে মাঝে বৃষ্টির জেরে চরম সমস্যায় সাধারণ মানুষ। যারা দূরে কোথায় যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় আটকে সাধারণ মানুষ। বৃষ্টির জেরে আরো নাকাল অবস্থা। এরই পাশাপাশি আজ থেকে SBSTC'র অস্থায়ী কর্মীরা কর্ম বিরতি শুরু করার ফলে সমস্যা বেড়েছে কয়েকগুণ। বেতন বৃদ্ধি, বোনাস, স্থায়ীকরণ, ২৬ দিন কাজ-সহ একাধিক দাবিতে এই কর্ম বিরতি শুরু করেছেন কর্মীরা। সব মিলিয়ে চরম নাজেহাল সাধারণ মানুষ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us