​নিজস্ব সংবাদদাতাঃ হাতে আর মাত্র কটা দিন। কিছুদিন পরেই মর্ত্যে আগমন ঘটবে মা দুর্গার। তাই সব পুজো ক্লাবগুলোতেই প্রস্তুতির ধুম পড়ে গিয়েছে জোরদার ভাবে। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও কলকাতার বিখ্যাত সন্তোষপুর এভিনিউ সাউথ ক্লাব আরেকবার দর্শকদের মন জিততে বদ্ধপরিকর। তবে এই বছর তাদের বাজেট কত জানেন?
তাদের সাথে এই বিষয়ে কথা বলে জানা গিয়েছে যে এই বছর তাদের পুজোর বাজেট সব মিলিয়ে ২২ লক্ষ টাকা।