ববিতেকে ধন্যবাদ জানালেন শুভেন্দু

author-image
Harmeet
New Update
ববিতেকে ধন্যবাদ জানালেন শুভেন্দু

নিজস্ব সংবাদদাতা: ধর্মতলায় শিক্ষকদের ধর্নামঞ্চের পথে বিজেপি বিধায়করা। সেখানে শুভেন্দু বলেন, "প্রথম ববিতাকে ধন্যবাদ দেব। ববিতা প্রথম সবার চোখ খুলেছে। বাকিটা বিচারক যা করার করেছেন। আগামীদিনে আরও নিশ্চিতভাবে হবে।"