বামেদের প্রশংসায় সৌগত রায়

author-image
Harmeet
New Update
বামেদের প্রশংসায়  সৌগত রায়

 নিজস্ব সংবাদদাতা: বামেদের প্রশংসায় তৃণমূল সাংসদ সৌগত রায়। বিজেপির বড় মিছিলের থেকে সিপিএমের বড় মিছিলে খুশি হব। শূন্য থেকে ছাত্র-যুবদের হাত ধরে ঘুরে দাঁড়াতে চাইছে সিপিএম। সিপিএম ধর্মনিরপেক্ষ দল, মন্দির-মসজিদের রাজনীতি করে না, মন্তব্য করেন সৌগত রায়।