তাইয়ানকে মূল ভূখণ্ডে আনতে শান্তিপূর্ণ সবকিছু করবে চীন

author-image
Harmeet
New Update
তাইয়ানকে মূল ভূখণ্ডে আনতে শান্তিপূর্ণ সবকিছু করবে চীন

নিজস্ব সংবাদদাতাঃ স্ব-শাসিত তাইওয়ানকে নিজেদের মূল ভূখণ্ডের সঙ্গে পুনর্মিলনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে বলে জানিয়েছে বেজিং। গত সপ্তাহে দ্বীপ ভূখণ্ডটির আশপাশে বিশাল সামরিক মহড়া চালানোর এ পর্যায়ে এসে একথা জানালো চীন। তাইওয়ানকে নিজেদের একটি এলাকা হিসেবে দাবি করে চীন। যদিও দ্বীপ ভূখণ্ডটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার দ্বারা পরিচালিত হয়ে থাকে। সেই সরকার চীনের দাবিকে প্রত্যাখ্যান করে। সরকারের দাবি, দ্বীপের ২৩ মিলিয়ন মানুষ তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। প্রণালীতে বিভক্ত সম্পর্কের যাচাইয়ের পর চীনের তাইওয়ান বিষক সম্পর্কিত অফিসের মুখপাত্র মা জিয়াওগুয়াং বলেন, 'চীনের সঙ্গে তাইওয়ানের শান্তিপূর্ণভাবে পুনর্মিলন অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। তবে ঐ অঞ্চলের নিরাপত্তার জন্য চীন সবসময় অটুটও রয়েছে।'