New Update
/anm-bengali/media/post_banners/c3Ug4KeJogqKa2twlDrG.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আসন্ন দুর্গাপুজোয় হিমাচল প্রদেশে যাওয়ার প্ল্যান করছেন? তাহলে দেরি না করে এখুনি ট্রেন বা প্লেনের টিকিট কেটে ফেলুন। কারণ ওখানে চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো বরফ বৃষ্টি হচ্ছে। চারিদিক ঢেকে গিয়েছে সাদা বরফে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, বুধবার লাহৌল-স্পিতি জেলার বারালাচা পাসে আজ নতুন করে তুষারপাত হয়েছে। মানালি-লেহ এনএইচ-৩ বরফাবৃত রাস্তার কারণে যানবাহন চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us