SSC Scam: 'পার্থর জন্য দল বিড়ম্বনায় পড়েছে', মেনে নিলেন তৃণমূল সাংসদ

author-image
Harmeet
New Update
SSC Scam: 'পার্থর জন্য দল বিড়ম্বনায় পড়েছে', মেনে নিলেন তৃণমূল সাংসদ

​নিজস্ব সংবাদদাতাঃ ফের বিস্ফোরক মন্তব্য করে তৃণমূলের অস্বস্তি বাড়ালেন সাংসদ সৌগত রায়। নিয়োগ দুর্নীতিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যর গ্রেফতারি নিয়ে বোমা ফাটালেন তৃণমূল সাংসদ। সুবীরেশের নিয়োগ প্রসঙ্গে সরাসরি পার্থ চট্টোপাধ্যায়কে নিশানা করেছেন তিনি।



সাংসদ বলেন, 'একজন উপাচার্য জেলে যাচ্ছেন, আমি লজ্জিত। উপাচার্য পদের মহিলা-গরিমা ক্ষতিগ্রস্ত হয়েছে। কী মহৎ গুণ ছিল যে একসঙ্গে এত পদে। ওঁর আনুগত্য ছিল ব্যক্তির প্রতি। পার্থর জন্য দল বিড়ম্বনায় পড়েছে।'