New Update
/anm-bengali/media/post_banners/hHb6yF3ZBZ1nHOwzybsm.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের জম্মু কাশ্মীর জুড়ে SIA-এর তল্লাশি অভিযান শুরু। জানা গিয়েছে, বুধবার সন্ত্রাসে অর্থায়নের মামলায় জম্মুর বাথিন্ডি এলাকায় রাজ্য তদন্তকারী সংস্থার অভিযান চলছে। উল্লেখ্য, সন্ত্রাস মামলায় মঙ্গলবার কাশ্মীর উপত্যকার বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় রাজ্য তদন্তকারী সংস্থা। বলা হচ্ছে, সোপোর, শ্রীনগর, কুলগাম, অনন্তনাগ-সহ উপত্যকার একাধিক জায়গায় এজেন্সির তৎপরতা চলছে। বারামুল্লার সোপোরে ফালাহ-ই-আম ট্রাস্টের অফিস এবং শ্রীনগরের নওগামে সন্ত্রাসে অর্থায়নের মামলায় অভিযান চালানো হয়। ফালাহ-ই-আমকে নিষিদ্ধ ইসলামী গোষ্ঠী জামায়াতে ইসলামী দ্বারা পরিচালিত একটি ট্রাস্ট বলে মনে করা হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us