মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদ, নিহত ৩

author-image
Harmeet
New Update
মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদ, নিহত ৩


নিজস্ব সংবাদদাতা: ইরানে মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভের সময় মঙ্গলবার মৃত্যু হয়েছে ৩ জনের। ইরান সরকারের তরফে এমনটাই জানানো হয়েছে। প্রসঙ্গত, হিজাবের নিয়ম না মানার জন্য ইরানের পুলিশ গ্রেফতার করে মাহসা আমিনিকে। 

Iran confirms first deaths in protests over Mahsa Amini's death | Protests  News | Al Jazeera

তবে তিনি পুলিশের অধীনে থাকাকালীনই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ইরান জুড়ে একাধিক বিক্ষোভ মিছিল হয়। এই বিক্ষোভের সময়ই ৩ জন নিহত হয়েছে। জানা গিয়েছে গুলি করে হত্যা করা হয়েছে নিহিত ৩ জনকে।

Photos: Iranians protest over the death of Mahsa Amini | Protests News | Al  Jazeera