New Update
/anm-bengali/media/post_banners/kuFUTeSBJrL549vM8dNA.jpg)
নিজস্ব প্রতিনিধি- শুটিং এর মাঝেই ঘটে বসলো দুর্ঘটনা, আহত হলেন হলি তারকা কেট উইনসলেট।তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের মাধ্যমে জানা গেছে 'টাইটানিক' তারকা আপাতত স্থিতিশীল রয়েছে।
জানা গেছে ঐতিহাসিক ড্রামা 'লি' এর শুটিং চলাকালীন সময়ে সেই ছবির সেটেই ঘটে সেই দুর্ঘটনা।ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন কেট।তবে তিনি সুস্থ রয়েছেন এবং খুব শীঘ্রই তিনি শুটিং শুরু করতে পারবেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us