New Update
/anm-bengali/media/post_banners/hNKYqg9iE9SS1mDDkywJ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ধর্মতলায় বামেদের কর্মসূচি। কার্যত অবরুদ্ধ মধ্য কলকাতা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ের মাত্রা বেড়েছে বলে জানা গিয়েছে। জমায়েতের চাপ সামাল দিতে পরিবর্তন করা হল সভাস্থল।
​
স্থান পরিবর্তন করে সভাস্থল নিয়ে আসা হল ভিক্টোরিয়া হাউসের সামনে। এই জায়গাতেই ২১ জুলাই সমাবেশ করেছিল তৃণমূল।
​
রানি রাসমনি রোডের সভাস্থলে দাঁড়িয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় আগেই বলেছিলেন যে ভিড় ক্রমে বাড়বে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us