​নিজস্ব সংবাদদাতাঃ এবার আর্কাইভ চ্যাটে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। ইতিমধ্যেই নয়া ফিচার নিয়ে কাজ শুরু করে দিয়েছে কোম্পানি। আগে আর্কাইভ চ্যাটে নতুন মেসেজ এলেই খুলে যেত আর্কাইভ। এবার থেকে আর সেই পরিস্থিতি তৈরি হবে না।প্রাথমিকভাবে আইফোন ইউজারদের জন্য এই প্রজেক্ট নিয়ে কাজ করছিল হোয়াটসঅ্যাপ। বিটা ভার্সনে চালানো হচ্ছিল ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের এই নয়া ফিচার। তবে এখন অ্যান্ড্রয়েড অ্যাপের জন্যও দরজা খুলে দিয়েছে হোয়াটসঅ্যাপ। নতুন ফিচারে গ্রাহকদের চ্যাট করার আরও সুবিধা করে দিয়েছে কোম্পানি। যেখানে আর্কাইভ চ্যাট থ্রেডে নতুন মেসেজ এলে তা মেইন চ্যাট ফোল্ডারে দেখাবে না। যদিও আর্কাইভ চ্যাটের ফোল্ডারে গেলে সব মেসেজ দেখতে পারবেন গ্রাহক। আন-আর্কাইভ না করা পর্যন্ত আপনি মেইন চ্যাটে এই মেসেজগুলি দেখতে পারবেন না।