New Update
/anm-bengali/media/post_banners/DFZ6fJeKHpupJ7GQlSwi.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ চোরবাগানের পুজ মণ্ডপ দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন চিনা কনসুল জেনারেল ঝা লিয়ু। মাসের শেষের দিকে আরও একবার এই পুজো মণ্ডপে আসার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
​
এবারের দুর্গাপুজো থিমে কাঁচ কাজ করা হয়েছে চোরবাগানের থিমে। আলো এবং কাঁচের মেলবন্ধনে অনন্য আবহ হতে চলেছে মণ্ডপে ভিতরে।
​
কাজ এখনও কিছুটা বাকি রয়েছে। কিন্তু যেটুকু কাজ হয়েছে, তাতেই মুগ্ধ হয়েছেন তিনি।
​
আগামী দিনে দুই দেশের সাংস্কৃতিক সহ অন্যান্য বিষয়ে মেলবন্ধনের ব্যাপারে আশাবাদী চিনা কনসুল জেনারেল ঝা লিয়ু।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us