New Update
/anm-bengali/media/post_banners/rgr1wzz4ppkYTQiAnpND.jpg)
নিজস্ব সংবাদদাতা: মুম্বইয়ে বসে প্রেমিক রণবীর কাপুরকে বেজায় মিস করছেন প্রেমিকা আলিয়া ভাট। ছবির শুটের জন্যে রণবীর এখন রয়েছেন দিল্লিতে। আর সেই কারণে রণবীরকে কতটা মিস করছেন তা জানালেন আলিয়া। আজ নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন দুটি ছবি। ছবিতে অভিনেত্রী একটি কালো টি শার্ট পরে রয়েছেন। এবং মাথায় রয়েছে রণবীরের পছন্দের ক্যাপ। ছবির সঙ্গে আলিয়া লিখেছেন, ‘যখন তুমি তাকে মিস করছো, তখন তার কোনো একটি জিনিস চুরি করে নাও। এবং অবশ্যই ছবি তুলতে ভুলো না‘।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us