কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূলের মহামিছিল ও পথসভা

author-image
Harmeet
New Update
কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূলের মহামিছিল ও পথসভা

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম : তদন্তকারী সংস্থা ইডি, সিবিআইকে কেন্দ্রীয় সরকারের দলদাসে পরিনত করার প্রতিবাদে ও কেন্দ্রীয় সরকারের জন বিরোধী নীতি এবং পেট্রোল, ডিজেল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃনমূলের মহামছিল ও পথসভা।বিগত বেশ কিছুদিন ধরেই জেলার বিভিন্ন ব্লকে কর্মসূচি করা হয়েছে এই প্রোগ্রামকে সাফল্য মন্ডিত করার জন্য। জেলা নেতৃত্ব দাবি করে আসছিল, প্রায় দশহাজার লোক হবে এই সভায়। কিন্তু লোক হয়েছিল মাত্র দুই থেকে আড়াই হাজার।





জেলার মুখ রক্ষায় আবার সেই সাঁকরাইল ও গোপীবল্লভপুর ব্লক। মন্ত্রী বীরবাহা হাঁসদার বিধানসভা থেকে নামমাত্র লোক এল সভায়। জেলার বাকি তিন বিধায়ক উপস্থিত থাকলেও মন্ত্রী অনুপস্থিত রইলেন। সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি বিধায়ক দুলাল মুর্মু, বিধায়ক ডাঃখগেন্দ্রনাথ মাহাত, বিধায়ক দেবনাথ হাঁসদা। বিধায়ক ডক্টর খগেন্দ্র নাথ মাহাত বলেন, 'মুখ্যমন্ত্রীর নির্দেশে মতই এই কর্মসূচি পালিত হচ্ছে।' কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'মানুষের কাছে যেতে হবে। পুরোনো কর্মীদের সন্মান জানাতে হবে।'