New Update
/anm-bengali/media/post_banners/ZDYdykKav9dt29EpcDZU.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ চলতি বুন্দেশলিগায় প্রত্যাশিত ফর্মে নেই বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগে ভালো ফর্ম করলেও বুন্দেশলিগায় পরিচিত ফর্মে নেই বায়ার্ন। বর্তমানে লিগ টেবলের ক্রম তালিকায় রয়েছে বিশ্ব ফুটবলের অন্যতম হেভিওয়েট এই দল। ১৭ সেপ্টেম্বরের ম্যাচে হেরে গিয়েছিল তারা। শেষ পাঁচ ম্যাচে একটি মাত্র জয় পেয়েছে বায়ার্ন, ড্র তিনটি, পরাজয় মাত্র একটি ম্যাচে।
The Bundesliga table after matchday 7 ⬇️#MiaSanMiapic.twitter.com/62Sp9dDBby
— FC Bayern Munich (@FCBayernEN) September 19, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us