New Update
/anm-bengali/media/post_banners/edqD7TydO3ioQqFJ5Xdh.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ হিমাচল প্রদেশ, কাশ্মীরের পর এবার মেঘভাঙ্গা বৃষ্টির সাক্ষী থাওল পাকিস্তানের ইসলামাবাদ। ভারী বৃষ্টির জেরে প্রবল বন্যার সৃষ্টি হয়েছে দেশে। ইতিমধ্যে পরিস্থিতি মোকাবিলায় নামানো হয়েছে সেনা। রাওয়ালপিন্ডিতেও একই পরিস্থিতি। ইতিমধ্যেই দুজনের মৃত্যুর খবর মিলেছে।
সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ভিডিওতে দেখা গেছে যে ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিতে ঘন্টার পর ঘন্টা ভারী বৃষ্টিপাতের পরে বন্যার জল গাড়ি এবং অন্যান্য যানবাহনে ঢুকে যাচ্ছে।
After #cloudburst , Flood in E-11 Islamabad 💔 , Remember them in your prayers 🤲 pic.twitter.com/GSVUWr4TzM
— Mian Omer🇵🇰 (@Iam_Mian) July 28, 2021
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us