বাজতে শুরু করেছে অ্যাবের টেনর বেল

author-image
Harmeet
New Update
বাজতে শুরু করেছে অ্যাবের টেনর বেল


নিজস্ব সংবাদদাতা: রানীকে শ্রদ্ধা জানাতে বাজতে শুরু করলো ওয়েস্টমিনস্টার অ্যাবের টেনর বেল। প্রতি মিনিট অন্তর ৯৬ বার বাজবে বেলটি। 

Bells

৮ সেপ্টেম্বর দীর্ঘ ৯৬ বছরের জীবন যাত্রা শেষ করেছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। রানীর ৯৬ বছরের জীবন যাত্রাকে সম্মান জানাতে ৯৬ বার বাজানো হবে এই বেল।