নিজস্ব সংবাদদাতাঃ মিগ-২১ যুদ্ধবিমান সরিয়ে নিতে চলেছে ভারতীয় বায়ুসেনা। আইএএফ ৩০ শে সেপ্টেম্বর তার মিগ -২১ যুদ্ধবিমানের অবশিষ্ট স্কোয়াড্রনগুলির মধ্যে একটিকে অবসর নেবে, এমনটাই জানিয়েছেন এক বায়ুসেনা কর্তা।
শ্রীনগর-ভিত্তিক ৫১ নম্বর স্কোয়াড্রনটি 'তলোয়ার অস্ত্র' নামেও পরিচিত। উইং কমান্ডার (বর্তমানে গ্রুপ ক্যাপ্টেন) অভিনন্দন বর্তমান ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি নিয়ন্ত্রণরেখা বরাবর একটি ডগফাইটের সময় একটি পাকিস্তানি এফ-১৬ ভূপাতিত করেন। এই সাহসিকতার জন্য তাঁকে বীরচক্র দেওয়া হয়, সেই সময় তিনি ছিলেন ৫১তম স্কোয়াড্রনে।