​নিজস্ব সংবাদদাতাঃ বাড়ির সকলে মিলে বার্গার অর্ডার করেছেন। এদিকে বেমালুম ভুলে গিয়েছেন সবচেয়ে ছোট্ট সদস্যের কথা! যেকোনও পরিবারে এমন ঘটনা ঘটলে আর রক্ষা নেই। গাল ফুলিয়ে একরত্তির গোঁসা করতে সময় লাগবে কয়েক মুহূর্ত। কিন্তু সেই রাগ ভাঙাতে সময় লেগে যেতে পারে অনেকটা। ঠিক এমন ঘটনাই ঘটেছে ছোট্ট এক ছেলের সঙ্গে। বাড়ির বাকিরা তার জন্য বার্গার অর্ডার করেনি শুনে সে কী রাগ তার। শুধুই কী রাগ, শিশুমনে অভিমানের পাহাড়ও জমে গিয়েছে নিমেষে। এতই রাগ হয়েছে ওই বাচ্চা ছেলের যে পর্দার আড়ালে মুখ লুকিয়ে বসেছে সে। তার পাশাপাশি সাফ কথায় জানিয়ে দিয়েছে, বার্গার সে মোটেই খাবে না।টুইটারে ভাইরাল হয়েছে ওই একরত্তির ভিডিয়ো। বাচ্চা ছেলেটির কথাবার্তা শুনে নেটিজ়েনদের অনেকেই বলেছেন, ‘বার্গার না পেয়ে বেচারা বড় অভিমান করেছে। সত্যিই তো মস্ত বড় ভুল হয়ে গিয়েছে। বাড়ির সবচেয়ে ছোট সদস্যের কথা ভুলে গিয়ে কীভাবে বার্গার অর্ডার করেছেন বাকিরা? এমনটা করা মোটেই উচিত হয়নি।’ অনেকে অবশ্য বলেছেন, ‘নির্ঘাত বাচ্চাটিকে ক্ষেপানোর জন্য এমনটা করেছেন পরিবারের বাকিরা। শুধু রাগিয়ে দেওয়ার জন্যই মজা করে বাচ্চা ছেলেটিকে বলা হয়েছে যে, তার জন্য বার্গার আনা হয়নি। আসলে নিশ্চয় আনা হয়েছে।’