ভিড় নিয়ন্ত্রণে ২২ মাইল বেরিয়ার নির্মাণ

author-image
Harmeet
New Update
ভিড় নিয়ন্ত্রণে ২২ মাইল বেরিয়ার নির্মাণ


নিজস্ব সংবাদদাতাঃ ৮ সেপ্টেম্বর দীর্ঘ ৯৬ বছরের জীবন যাত্রা শেষ করেছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। সোমবার তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে। লক্ষ মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। 

Thousands wait in London's shivering temps to pay respects to Queen  Elizabeth - The Week

ইতিমধ্যেই মানুষের ভিড় জমতে শুরু করেছে। তবে ভিড় নিয়ন্ত্রণে রাখতে ২২ মাইল বেরিয়ার নির্মাণ করা হয়েছে। প্রসঙ্গত, রানীর কফিনের শেষ দর্শন পেতে রাতভর অপেক্ষা করছেন বহু মানুষ।

Royal fans left disgusted by 'disrespectful' gesture during Queen's  procession - Mirror Online