New Update
/anm-bengali/media/post_banners/JSGEL9Qrdhg2DDLLzIFk.jpg)
নিজস্ব সংবাদদাতা: প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘটনা অবলম্বনে নির্মিত ছবি ‘ন্যায় দ্য জাস্টিস‘ (Nyay The Justice) মুক্তির জন্যে প্রস্তুত। ছবিটি বন্ধের দাবিতে দিল্লি হাইকোর্টে প্রয়াত অভিনেতার বাবা আর্জি জানালেও, দিল্লি হাইকোর্টে সেই আর্জি খারিজ হয়ে যায়। ছবির গল্প লিখেছেন এবং পরিচালনা করেছেন দিলীপ গুলাটি। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জুবের খান, শ্রেয়া শুক্লা। শক্তি কাপুর থাকছেন NCB chief এর চরিত্রে। CBI chief এর চরিত্রে অভিনয় করবেন সুধা চন্দ্রন। ছবি নির্মাতাদের তরফ থেকে জানানো হয়েছে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সিনেমা হলেই মুক্তি পাবে এই ছবি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us