অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের পরে ওয়েলিংটন আর্চে যাবে রানীর কফিন

author-image
Harmeet
New Update
অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের পরে ওয়েলিংটন আর্চে যাবে রানীর কফিন


নিজস্ব সংবাদদাতা: আজ ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পূর্ণ হবে। ওয়েস্টমিনস্টার আবেতে হবে এই অনুষ্ঠান। 

Police detain man for touching Queen Elizabeth's coffin, arrest another for  sexual assault - UPI.com


অনুষ্ঠান শেষে রানীর কফিনটি ওয়েলিংটন আর্চে নিয়ে যাওয়া হবে। তারপর উইন্ডসর ক্যাসেলে নিয়ে যাওয়া হবে রানীর কফিন।

Queen Elizabeth's coffin arrives at Westminster hall as thousands pour onto  London streets - World News