২৫ কোটি টাকার লটারি জিতলেন অটো ড্রাইভার

author-image
Harmeet
New Update
২৫ কোটি টাকার লটারি জিতলেন অটো ড্রাইভার

নিজস্ব সংবাদদাতাঃ ভাগ্য হয়তো একেই বলে। জানা গিয়েছে, তিরুবনন্তপুরমের শ্রীভারাহামের অটো চালক অনুপ এ বছরের ওনাম বাম্পার লটারি জিতেছেন। এই বছরের ওনাম বাম্পার সর্বোচ্চ ২৫ কোটি টাকার পুরষ্কারের প্রস্তাব দিয়েছে।  ​



অনুপ শনিবার রাতে ভগবতী এজেন্সি থেকে ভাগ্যবান টিকিটটি কেনেন। এরপর জানানো হয় টিকিট নম্বর টিজে-৭৫০৬০৫ প্রথম পুরষ্কার জিতেছে এবং সবাই জানতে আগ্রহী ছিল কে ভাগ্যবান বিজয়ী। পরে অনুপ দাবি করেন যে তিনি ভাগ্যবান বিজয়ী। জানা যাচ্ছে, কর ছাড়ের পর অনুপ পাবেন ১৫ কোটি ৭৫ লক্ষ টাকা।