রানীর সেবার ব্যাখ্যা দিলেন রাজা তৃতীয় চার্লস

author-image
Harmeet
New Update
রানীর সেবার ব্যাখ্যা দিলেন রাজা তৃতীয় চার্লস


নিজস্ব সংবাদদাতা: সোমবার রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই বিশ্বের ২০০০ এরও বেশি নেতানেত্রীরা রানীর অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে লন্ডন গিয়েছেন। 

King Charles III visits Parliament live updates | Queen Elizabeth II dies,  funeral plans, latest news - AS USA

সেখানেই রানী দ্বিতীয় এলিজাবেথের আজীবন জনসেবার কথা তুলে ধরেন রাজা তৃতীয় চার্লস। উল্লেখ্য, সোমবার বেলা ১১ টায় রানীর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান শুরু হবে।

King Charles III Is Formally Proclaimed to His New Role - The New York Times