রানীর কফিন পরিদর্শনের সময় নিয়ম ভঙ্গ, সমালোচনার মুখে আর্মেনিয়ার রাষ্ট্রপতি

author-image
Harmeet
New Update
রানীর কফিন পরিদর্শনের সময় নিয়ম ভঙ্গ, সমালোচনার মুখে আর্মেনিয়ার রাষ্ট্রপতি


নিজস্ব সংবাদদাতা: রানী দ্বিতীয় এলিজাবেথের কফিন পরিদর্শন করতে গিয়ে নিয়ম ভঙ্গ করায় এবার ব্রিটিশ সংবাদ মাধ্যমের সমালোচনার মুখে পড়লেন আর্মেনিয়ার রাষ্ট্রপতি ভাহাগন খাচাতুরিয়ান।

Armenian president breaks 'no photo' rule to pose in front of Queen's  coffin | Metro News

 আর্মেনিয়ার রাষ্ট্রপতি ভাহাগন খাপড়তে হয়েছে চাতুরিয়ানের এক কর্মী ওয়েস্টমিনস্টার হলে রানী এলিজাবেথের কফিনের সামনে একটি ছবি তুলে নিয়ম ভঙ্গ করে। যার ফলে তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। উল্লেখ্য, আজ ওয়েস্টমিনস্টার আবেতে রানী দ্বিতীয় এলিজাবেথের অন্তেষ্টিক্রিয়া সম্পূর্ণ হবে।