নিজস্ব সংবাদদাতাঃ সরকারী নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে খুলল স্কুল। ঘটনাটি ঘটেছে বালুরঘাটে। জানা গিয়েছে, বালুরঘাট অভিযাত্রী শিশু বিদ্যানিকেতনে চালু পঠন পাঠন। এদিন ১০ জন পড়ুয়াকে নিয়ে স্কুলে পঠন পাঠন শুরু হয়। যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি, অভিভাবকদের অনুমতি নিয়েই স্কুল খোলা হয়। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক আয়েশা রানী বলেন, অভিযোগ পাওয়া মাত্রই স্কুল বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।