নিজস্ব সংবাদদাতাঃ ​হাতে আর মাত্র কটা দিন। কিছুদিন পরেই মর্ত্যে আগমন ঘটবে মা দুর্গার। তাই সব পুজো ক্লাবগুলোতেই প্রস্তুতির ধুম পড়ে গিয়েছে জোরদার ভাবে। এই বছর কাশী বোস লেনের পুজো উদ্বোধন হবে আগামী ২৮ সেপ্টেম্বর।
এই বছর কলকাতার বিখ্যাত কাশী বোস লেনের দুর্গা প্রতিমা বানাচ্ছেন এক মহিলা শিল্পী, অদিতি চক্রবর্তী। তাঁর হাতের জাদুতেই ফুটে উঠবে এবারে মায়ের সৌন্দর্য। থিমের কথা মাথায় রেখে স্তরগুলি মাটির বিভিন্ন রঙ দিয়ে চিত্রিত করা হয়েছে এবং মাটির স্তর দিয়ে শিল্প ফর্মগুলো ফুটিয়ে তুলছেন তিনি।