হরি ঘোষ, আসানসোল: কয়লা কাণ্ডে ফের তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সকাল থেকে কয়লা শিল্পাঞ্চলের একাধিক ইস্টার্ন কোয়ালাফিল্ড লিমিটেডের অফিস, জিএম বাংলোয় একাধিক দলে ভাগ হয়ে হানা দেয় সিবিআই। রানীগঞ্জের নিমচা কোলিয়ারি এবং অন্ডাল থানা এলাকার কেন্দা জিএম এসকে মুখার্জির বাংলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তল্লাশি চালাচ্ছে না। নাম জানাতে অনিচ্ছুক এক ইসিএল আধিকারিক জানান ছয় জনের সিবিআই ও ই সি এল এর ভিজিলেন্সের বিশেষ দল প্রথমে কেন্দ্রীয় অফিস ও পরে কেন্দা এরিয়ার জেনারেল ম্যানেজারের বাংলোয় দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালান। অপরদিকে রানীগঞ্জের নিমচা কোলিয়ারিতে সিবিআইয়ের আরো একটি দল হানা দেয় বলে সূত্রের খবর। খবর লেখা পর্যন্ত তল্লাশি অভিযান চলছে।