New Update
/anm-bengali/media/post_banners/ThTP4XybIOpF5CCFkVLS.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের জম্মু ও কাশ্মীর অশান্ত। জানা গিয়েছে, এবার সাম্বার সুরারা গ্রামে বম্ব ডিসপোজাল স্কোয়াডের একটি দল ৫১ মিলিমিটারের একটি তাজা মর্টার শেল উদ্ধার করেছে। ইতিমধ্যে তাঁরা এটি নিষ্ক্রিয় করেছে। যদিও ঘটনাকে ঘিরে যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে। শনিবারই স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) রবিবার জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার জাখের সীমান্ত এলাকায় একটি অনুসন্ধান অভিযান পরিচালনা করে, যখন গ্রামবাসীরা আগের দিন একটি সন্দেহজনক ড্রোন দেখার কথা জানায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us