New Update
/anm-bengali/media/post_banners/O3v1KXPvixX3GvRIY1Dt.jpg)
নিজস্ব সংবাদদদাতাঃ ২ বছর আগে নিখোঁজ হয় যায় পোষ্য বেড়াল রথেশ। সম্প্রতি সে আবার আশ্চর্যজনক ভাবে ফায়ার এসেছে তার মালিকের কাছে। এমনই ঘটনা ঘটেছে কেরালার কোট্টায়ামে। কোট্টায়াম জেলার পুথুপ্পল্লি শহরে মালিকের সঙ্গে বাস করত বিড়ালটি।
বিড়ালটিকে দত্তক নিয়েছিল উন্মাশা নামের এক মহিলা। ৪ বছর আগে বিড়ালটির পা ভেঙে যাওয়ায় তার পায়ে অস্ত্রোপচার করা হয়। তবে ২ বছর আগে সে আচমকাই গায়েব হয়ে যায়। ২ বছর বাদে আবার সে ফায়ার এসেছে তার পরিবারের কাছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us