New Update
/anm-bengali/media/post_banners/Blgz4G7zbRHCgTOWewEI.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সিরি এ-তে বড় ম্যাচ। এসি মিলানের বিরুদ্ধে খেলতে নামবে নাপোলি। দুই দলই প্রতিযোগিতায় এখনও পর্যন্ত খেলেছে ছয়টি করে ম্যাচ। একটিও মতাচ হারেনি দুই দল।
​
মিলানের বিরুদ্ধে নামার আগে কিছু পরিসংখ্যান নাপোলির জন্য ইতিবাচক। সিরি এ'র শেষ নয়টি ম্যাচের মধ্যে ছয়টি ম্যাচে একটিও গোল হজম করেনি নাপোলি। মিলানের বিরুদ্ধেও গোল দুর্গ অক্ষত রাখার চেষ্টায় থাকবে তারা।
🔵 @en_sscnapoli have kept 6⃣ clean sheets in their last 9⃣ #SerieA💎 games! 🧤
Will they make it 7⃣ in 🔟 tonight? 🤔 pic.twitter.com/iSw3X1EOef— Lega Serie A (@SerieA_EN) September 18, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us