পাঁচ ম্যাচের চারটিতেই পরাজিত সাম্পদোরিয়া

author-image
Harmeet
New Update
পাঁচ ম্যাচের চারটিতেই পরাজিত সাম্পদোরিয়া

নিজস্ব সংবাদদাতাঃ এবারের সিরি এ-টা একেবারেই ভালো যাচ্ছে না সাম্পদোরিয়ার। প্রতিযোগিতার শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হেরে গিয়েছে তারা। শেষ ম্যাচে স্পেজিয়ার বিরুদ্ধে ২-১ গোলে পরাজিত সাম্পদোরিয়ার। ম্যাচের ১১ মিনিটে সাম্পদোরিয়া এগিয়ে দিয়েছিলেন সাবিরি। পরের মিনিটেই আত্মঘাতী গোল করে বসেন সাম্পদোরিয়ার জেসন। ৭২ মিনিটে স্পেজিয়ার জয়সূচক গোল।