বার্সেলোনা-মাদ্রিদকে তাড়া করছে বিলবাও

author-image
Harmeet
New Update
বার্সেলোনা-মাদ্রিদকে তাড়া করছে বিলবাও
নিজস্ব সংবাদদাতাঃ বিরতির আগেই চার চারটি গোল। চলতি লা লিগার অন্যতম জমাটি ম্যাচ। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের সঙ্গে লিগ জয়ের অন্যতম দাবীদার হিসেবে এবার উঠে এসেছে অ্যাথেলেটিকো বিলবাও। ম্যাচ শুরু হওয়ার মাত্র ৫ মিনিটের মাথায় বিলবাওকে এক গোলে পিছনে ফেলে দিয়েছিল রায়ো ভালেকানো। 
বিলবাওয়ের হয়ে ২৮ মিনিটে গোল শোধ করেন বিলবাও। ২৮ এবং ৩৩ মিনিটে বিলবাওয়ের পক্ষে স্কোরলাইন ৩-১ করেন যথাক্রমে স্যান্সেট এবং নিকো। ৮০ মিনিটে ফালকাও ৩-২ করেন স্কোরলাইন।