New Update
/anm-bengali/media/post_banners/pEa4H6pOOnHyOdPYYJpK.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ চেলসির আরও এক তারকা ফুটবলারকে নজরে রেখেছে বার্সেলোনা। সম্প্রতি আন্তর্জাতিক ক্রীড়া মহলে এমনটাই গুঞ্জন। শোনা যাচ্ছে জোরগিনহোর নাম।
​
৩০ বছর বয়সী এই ইতালিয়ানের সঙ্গে চেলসির চুক্তির মেয়াদ আর ১০ মাস। এরপরেই হয়তো তাঁকে দলে নেওয়ার জন্য চেষ্টা করবে বার্সেলোনা। সের্জিও বুস্কেতসের পরিবর্ত হিসেবে বার্সেলোনা তাঁকে দলে নিতে উৎসুক বলে মনে করা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us