নিজস্ব সংবাদদাতাঃ আজ, বুধবার টোকিও অলিম্পিকে ব্যাডমিন্টনের সিঙ্গলসে নেদারল্যান্ডের মার্ক ক্যালজাউ-এর মুখোমুখি হচ্ছেন ভারতের তারকা প্লেয়ার বি সাই প্রণীত। দুপুর ২:৩০ থেকে শুরু হবে ম্যাচ। প্রণীত এর আগের গ্রুপ পর্বের ম্যাচটি ইজরায়েলের মিশা জিলবারম্যানের কাছে হেরে গিয়েছিলেন।