রাজ্যের অনুমোদনের অপেক্ষায় কেন্দ্র

author-image
Harmeet
New Update
রাজ্যের অনুমোদনের অপেক্ষায় কেন্দ্র

নিজস্ব সংবাদদাতাঃ কলকাতায় অত্যাধুনিক হাসপাতাল তৈরির জন্য রাজ্য সরকারের অনুমোদনের অপেক্ষায় কেন্দ্র। মানিকতলায় সুপার স্পেশ্যালিটি হাসপাতাল তৈরির জন্য ২০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে কেন্দ্রীয় সরকার। 

এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্সের (ইএসআই) অতিরিক্ত কমিশনার অক্ষয় কালা জানিয়েছেন, মানিকতলার ইএসআই হাসপাতাল ক্যাম্পাসের ভিতরে একটি আধা নির্মিত পরিত্যক্ত ভবন সহ বিশাল জমির একটি খালি প্লট পড়ে রয়েছে। 

তিনি বলেন, 'আমরা আধা নির্মিত পরিত্যক্ত ভবনটি ভেঙে ওই জমিতে একটি সুপারস্পেশালিটি হাসপাতাল নির্মাণের প্রস্তাব দিয়েছিলাম। ২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত নির্মাণের পুরো ব্যয় কেন্দ্র বহন করবে। জমিটিও আমাদের।' 



কালার মতে, পুরো প্রকল্পটি আটকে আছে কারণ তাদের রাজ্য সরকারের কাছ থেকে নো অবজেকশন প্রয়োজন। রাজ্য সরকারের অর্থ দফতরের কোথাও ফাইল আটকে রয়েছে। আমরা প্রক্রিয়াটি দ্রুত চালু করার জন্য এগোচ্ছি।'