New Update
/anm-bengali/media/post_banners/7Z4pnlAHcbEJRmBExCEs.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ দুর্গা পুজো শুরু হতে বাকি আর দিন তেরো। তার আগেই অবশ্য পুজোর তোড়জোড় প্রায় সম্পন্ন। ১৩ সেপ্টেম্বর ক্লাবের সঙ্গে কথা বলে জানা গিয়েছিল যে প্রায় ৯০ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। মণ্ডপ নির্মাণ এবং প্রতিমার মুর্তি রঙ করার কাজও প্রায় হয়েই এসেছে। ২৬ তারিখের মেয়রের হাত দিয়ে উদ্বোধন করার কথা রয়েছে। এবার বেহালা ইয়ং মেন'সের দুর্গাপুজো ৭৩তম বর্ষে পদার্পন করেছে। থিম 'অন্তহীন'।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us