নিজস্ব সংবাদদাতাঃ একটি সুস্পষ্ট নিম্নচাপ এই মুহূর্তে উত্তরপ্রদেশের মধ্যভাগে অবস্থান করছে। তাছাড়া মৌসুমী অক্ষরেখা পাটনা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত গিয়েছে। জানা গিয়েছে ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হবে সম্ভাব্য নিম্নচাপটি। উত্তরপ্রদেশের মধ্যভাগে অবস্থানরত নিম্নচাপটি ক্রমেই উত্তর-পূর্ব দিকে এগিয়ে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর জেরে আগামী ৪৮ ঘণ্টা উত্তরবঙ্গের পাঁচটি জেলা তথা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।