নিজস্ব সংবাদদাতাঃ লেডি ডায়ানা ইংল্যান্ডবাসীর কাছে খুব কাছের মানুষ ছিলেন। তাঁকে ইংল্যান্ডের রানী হিসেবে দেখার জন্য মুখিয়ে ছিলেন দেশবাসী। কিন্তু তাঁর মৃত্যুতে ভেঙ্গে পরেন দেশবাসী। তাঁর মৃত্যুর পর শোকস্তব্ধ হয়ে পরে আপামর ইংল্যান্ডবাসী। জানা যায়, ন্যাশনাল টেলিভিশনে যখন প্রিন্স চার্লস, কেমলিয়া পার্কারের সঙ্গে তাঁর সম্পর্কের কথা স্বীকার করেন তখন অন্যদিকে প্রিন্সেস ডায়ানাকে একটি অফ শোল্ডার কালো রঙের ড্রেস পরে দেখা যায়। রাজ পরিবারের নিয়ম অনুসারে রাজবংশের কোন মহিলা অফ শোল্ডার ড্রেস পরতে পারবেন না। এই নিয়মকে নস্যাৎ করে দিয়ে জন সমক্ষে আসেন লেডি ডায়ানা। দেখুন সেই ড্রেস।