মুখ্যমন্ত্রীর পোস্টারে কালি, দুষ্কৃতীকারিদের গ্রেফতারের দাবিতে ধিক্কার মিছিল তৃণমূলের

author-image
Harmeet
New Update
মুখ্যমন্ত্রীর পোস্টারে কালি, দুষ্কৃতীকারিদের গ্রেফতারের দাবিতে ধিক্কার মিছিল তৃণমূলের

দিগবিজয় মাহালীঃ গত ১৪ সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে সভা করছিলেন মুখ্যমন্ত্রী। তার সভার আগের দিন সুস্বাগতম পোস্টার লাগানো হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। পাঁশকুড়ার মেচোগ্ৰাম থেকে জিঞ্জাদা পর্যন্ত যে সমস্ত পোস্টার গুলো ছিল সেই পোস্টারগুলিতে মুখ‍্যমন্ত্রীর ছবিতে কালো কালি দিয়ে বিকৃত করেছিল কেউ বা কারা।তারই প্রতিবাদে পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মেছোগ্রামে একটি ধিক্কার ও প্রতিবাদ মিছিল হয়।পাশাপাশি কেন্দ্র সরকারের অস্বাভাবিকভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি,ও ১০০ দিনের কাজের টাকা দেওয়ার দাবিতে ধিক্কার সভা হয়।এই দিনের এই সভাতে উপস্থিত ছিলেন টাউনের সভানেত্রী সুমনা মহাপাত্র, ব্লক সভাপতি সুজিত রায়, যুব সভাপতি সফিকুল ইসলাম,মহিলা সভাপতি  মিতালী আদিত্য,পাঁশকুড়া ST ও SC সেলের সভাপতি মনোরঞ্জন মালিক, সংখ্যালঘু সেলের সভাপতি মুফলেশ্বর দত্ত,INTTUC সভাপতি গুরুপদ মুন্সী,মাইনোরিটি সেলের সভাপতি জহিদুল ইসলাম,জাহেদ আলী সহ একাধিক এলাকার প্রধান ও তৃনমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব সহ কর্মীরা।