পাকিস্তান ও ভারত একে অপরের বিরোধিতা করতে চায়না বলে জানালেন পাকিস্তানের বিদেশ মন্ত্রী

author-image
Harmeet
New Update
পাকিস্তান ও ভারত একে অপরের বিরোধিতা করতে চায়না বলে জানালেন পাকিস্তানের বিদেশ মন্ত্রী



নিজস্ব সংবাদদাতা: উজবেকিস্তানে অনুষ্ঠিত হয়েছে এসসিও সম্মেলন। সেখানেই উপস্থিত ছিল পাকিস্তান ও ভারত উভয় দেশই। ট্রানজিট বাণিজ্যের বিষয়ে সম্মেলনে আলোচনা হয়। ট্রানজিট বাণিজ্যের বিষয়ে বার্তা দিতে গিয়ে পাকিস্তানের বিদেশ মন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি জানিয়েছেন, ট্রানজিট বাণিজ্যের বিষয়ে পাকিস্তান ও ভারত একে অপরের বিরোধিতা করতে চায়না। 

Indian and Pakistani FMs avoid 'bilateral tiffs' at SCO - World - DAWN.COM

তিনি বলেন, "আমি মনে করি না যে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ভারতীয় প্রধানমন্ত্রী এই ইস্যুতে একে অপরের বিরোধিতা করেছেন। এই সম্মেলনে যারা অংশগ্রহণ করছেন তারা সবাই ট্রানজিট বাণিজ্য চান"।

Shanghai Cooperation Organization summit begins today; India to be block  chair till 2023