কাশ্মীরে যাত্রীবাহী ক্যাবের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৭

author-image
Harmeet
New Update
কাশ্মীরে যাত্রীবাহী ক্যাবের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৭

সুরানকোটঃ পুঞ্চ জেলার সুরানকোট এলাকার বেহরামগল্লায় একটি যাত্রীবাহী ক্যাবের সাথে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। রেজিস্ট্রেশন নম্বর JK08F 7247 নম্বর বহনকারী ট্রাক বেহরামগাল্লা সুরানকোট এলাকায় শ্রীনগরগামী একটি জাইলো গাড়িকে ধাক্কা মারে, যার ফলে সাতজন আহত হয়। আহতরা হলেন, রায়সত খান, মহম্মদ রাজ্জাক, তারিক খান, শাবিনা, সেলিমা বিবি, মোহিন খান এবং মেন্ধারের বাসিন্দা মহম্মদ বশরাত। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।