New Update
/anm-bengali/media/post_banners/vfrK4ZP26QdjUYXeBp1Q.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ চাঁদ নিয়ে চমকে দেওয়ার মতো তথ্য দিল NASA । এই মহাকাশ গবেষণা কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে যে, বৃহস্পতি গ্রহের চাঁদ জ্ঞানিমিডে মিলেছে জলীয় বাষ্পের নমুনা। জ্যোতির্বিদরা এমনটা আবিষ্কার করেছেন। আর নাসা/ইএসএ হুবেল স্পেস টেলিস্কোপের নথি বিশ্লেষণ করে এই তথ্য পেয়েছেন গবেষকরা। উল্লেখ্য, এর আগে গবেষণায় দেখা গিয়েছিল, জ্ঞানিমিডে পৃথিবীর থেকেও বেশি জল আছে। কিন্তু, যেহেতু সেখানে প্রচণ্ড ঠান্ডা(মাইনাস ১০০-১৮০ ডিগ্রি সেলসিয়াস), তাই ওই পৃষ্ঠ তলে জল জমে যেতে পারে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us