টোকিওর বিমান মিস করলেন ভিনেশ

author-image
Harmeet
New Update
টোকিওর বিমান মিস করলেন ভিনেশ

​নিজস্ব সংবাদদাতাঃ নিজের ইভেন্টের আগে হাঙ্গেরিতে ব্যক্তিগত কোচ ওলার অ্যাকোসের প্রশিক্ষণে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিলেন ভিনেশ ফোগাট। মঙ্গলবারই অবশ্য তাঁর টোকিও পৌঁছে যাওয়ার কথা ছিল। কিন্তু ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে পৌঁছতেই ঘটল বিপত্তি। জানা গিয়েছে, ফ্রাঙ্কফুর্ট থেকে টোকিও যাওয়ার বিমান ধরার কথা ছিল মহাবীর ফোগাটের কন্যার। কিন্তু ফ্রাঙ্কফুর্টে পৌঁছনোর পর জানা যায় যে, ইউরোপীয় ইউনিয়ন তাঁকে হাঙ্গেরিতে থাকার ৯০ দিনের ভিসা দিয়েছিল। তবে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর বাড়তি একদিন থেকে গিয়েছেন। যে কারণে তাঁকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়। যদিও কথাবার্তা বলার পর সমস্যা মেটে। তাঁকে টোকিও রওনা হওয়ার অনুমতিও দেওয়া হচ্ছে। বুধবারই পৌঁছবেন ভিনেশ।