নিজস্ব সংবাদদাতাঃ আজ (শুক্রবার, ১৬ সেপ্টেম্বর) দক্ষিণবঙ্গের জেলাগুলোতে (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। তবে মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের কিছুটা অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির মাত্রা সামান্য বেশি হওয়ার সম্ভাবনা আছে। তবে ভারী বৃষ্টির কোনও সতর্কতা দেয়নি আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে,আগামী সোমবার (২০ সেপ্টেম্বর) পর্যন্ত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে।