'এক লিটার আটা ১০০ টাকা', ভাইরাল ইমরান খানের ভিডিও

author-image
Harmeet
New Update
'এক লিটার আটা ১০০ টাকা', ভাইরাল ইমরান খানের ভিডিও

নিজস্ব সংবাদদাতাঃ এবার ভাইরাল হল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের একটি ভিডিও। যেখানে ইমরান খানকে বলতে শোনা যায়, তাঁর প্রধানমন্ত্রিত্বের সময় পাকিস্তানে এক কিলো আটার দাম ছিল ৫০ টাকা। বর্তমানে করাচিতে সেই আটার দাম 'লিটার প্রতি ১০০ টাকা।' আটার দাম নির্ধারণ করতে ইমরান খান কীভাবে এক লিটার বলে ফেললেন, তা নিয়ে মজা মশকরায় মেতে ওঠে সোশ্যাল সাইট।