​নিজস্ব সংবাদদাতা : পাঞ্জাব সার্কেলে ৫৭টি গ্রুপ C পদে নিয়োগ করতে চলেছে ভারতীয় ডাক বিভাগ। পোস্টাল অ্যাসিসট্যান্ট, শর্টিং অ্যাসিসট্যান্ট, মাল্টি টাস্কিং স্টাফ-সহ বিভিন্ন বিভাগে শূন্যপদ রয়েছে।মোট ৫৭টি শূন্যপদ রয়েছে। যার মধ্যে -১) পোস্টাল অ্যাসিসট্যান্ট ৪৫টি২) শর্টিং অ্যাসিসট্যান্ট ৯টি৩) মাল্টি টাস্কিং স্টাফ ৩টি পদ রয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ইচ্ছুক প্রার্থীদের ১৮ আগস্ট , ২০২১-এর মধ্যে আবেদন পত্র জমা দিতে হবে।
১) পোস্টাল অ্যাসিসট্যান্ট ও শর্টিং অ্যাসিসট্যান্ট এই দু'টি পদের জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭-এর মধ্যে হতে হবে।
২) মাল্টি টাস্কিং পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের ভারতের যে কোনও কম্পিউটারাইজড পোস্ট অফিস থেকে একটি চালান ফর্মে CPMG PUNJAB CIRCLE নামে ১০০ টাকা ই-পেমেন্টের মাধ্যমে দিতে হবে। যার নথি আবেদন পত্রের সঙ্গেই পাঠাতে হবে।